হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ আ. লীগ নেতা আটক
ভোলায় হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী।আজ মঙ্গলবার ভোররাতে শহরের কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহসুদ এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় ভোলা নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।এ সময় শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে দোস্ত মাহমুদ এবং মো. হেলাল উদ্দিন নামের দুজনকে আটক করা হয়।
অভিযানে ভোলা কোস্টগার্ড, র্যাব ও ভোলা সদর থানা পুলিশ অংশগ্রহণ করে। আটকদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।