অবশেষে নেইমারের গোল

ক্রীড়া ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
অবশেষে নেইমারের গোল

অবশেষে গোলের দেখা পেলেন ব্রাজিলের নেইমার। সবশেষ গোলের দেখা পেয়েছিলেন ৩ অক্টোবর ২০২৩ সালে। ইরানের ক্লাব নাসসাজি মাজদারানের বিপক্ষে আল হিলালের হয়ে। এরপর কেটে গেছে ৫০০ দিনের বেশি। পুরনো ক্লাব সান্তোসের জার্সি গায়ে এবার গোল করলেন আগুয়া সান্তোসের বিপক্ষে।

৩-১ ব্যবধানে জয়ে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন। সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নেইমার গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করেছেন থাসিয়ানো। আর ৭০ মিনিটে নেইমারের অ্যাসিস্টে গোল করেন গুইলেমে।