ভোজ্যতেল বিক্রিতে সিন্ডিকেটের ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানালেন সারোয়ার ওয়াদুদ চৌধুরী
আসন্ন রমজানে ভোজ্যতেল নিয়ে সিন্ডিকেটের ষড়যন্ত্র বন্ধ করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজার টিসিবি ভবনের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এই অনুরোধ জানান।
এড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে দেশের আইন অমান্য করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের খোলা বাজারে নন ফুড গ্রেডের ড্রামে ভোজ্যতেল (সয়াবিন ও পামওয়েল) বিক্রি করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সারোয়ার ওয়াদুদ চৌধুরী ভোক্তাদের অধিকার রক্ষায় জীবন দেওয়ার অঙ্গীকার করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কর্নেল (অবঃ) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, প্রাক্তন যুগ্ম সচিব শওকত আলী খান, বাংলাদেশ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, প্রকৌশলী মীর রেজাউল করীম, আবুল কাশেম তোহা চৌধুরী, জাকির হোসেন খান, এমরান মাষ্টারসহ আরও অনেকে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?