চিড়িয়াখানায় নারী ছাড়া পুরুষ প্রবেশ নিষেধ
জাপানের একটি চিড়িয়াখানায় একা পুরুষ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, নারী মালিক ও স্টাফরা হয়রানির শিকার হচ্ছেন। সেজন্যই এই ব্যবস্থা। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিড়িয়াখানার নাম হিলিং প্যাভিলিয়ন। এখানে দর্শনার্থীদের বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পান ও তাদের সঙ্গে সময় কাটাতে পারে। তবে ২৬ জানুয়ারি হঠাৎ করেই কর্তৃপক্ষ একটি নোটিস জারি করে যে কোনো পুরুষ সেখানে একা প্রবেশ করতে পারবে না। সঙ্গে পরিবার বা অন্য নারী সঙ্গী থাকতে হবে।
এর পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে চিড়িয়াখানার পরিচালক মিসা মামা এক্স এ দেওয়া এক পোস্টে বলেন, ‘আজ থেকে আমরা একা কোনো পুরুষকে প্রবেশ করতে দিবো না। আমরা চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টা আমাদের জন্য কঠিন অনেক। এটা কোনো ডান্স ক্লাব না, আপনার পরিবার নিয়ে এখানে আসুন।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জানা গেছে, চিড়িয়াখানাটি পারিবারিক বিনোদনকেন্দ্র হিসেবেই তৈরি করা হয়েছে। তবে কয়েকজন পুরুষ দর্শনারী নারী স্টাফ ও অতিথিদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাদের আচরণ ও বক্তব্য আপত্তিকরও ছিল। সেজন্যই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।
চিড়িয়াখানার পরিচালক বলেন, ব্যবসায় তাকে সব ধরনের দর্শনার্থীদেরই গুরুত্ব দিতে হবে। তবে তার সর্বোচ্চ গুরুত্ব থাকবে সবার জন্য একটি নিরাপদ ও ঝুঁকিমুক্ত আবহ নিশ্চিত করা।, বিশেষ করে নারী ও পরিবারের জন্য।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস