সাড়া ফেলেছে বিপ্লবের ‘বিতর্কিত উপদেষ্টা’

বিনোদন প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০
শেয়ার :
সাড়া ফেলেছে বিপ্লবের ‘বিতর্কিত উপদেষ্টা’

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি প্রমিথিউস। আর এই দলের গায়ক বিপ্লব। যার কণ্ঠে থাকা ‘চান্দের বাতি’, ‘পাঠশালা’, ‘বন্ধুহারা’, ‘মন ভালো নেই’, ‘নয়না’, ‘হায় আল্লাহ’, ‘আমি এক যাযাবর’, ‘স্বর্ণালী ভোরে’সহ অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে আজও গেঁথে আছে। তবে মাঝে বেশ লম্বা সময় নতুন গানে পাওয়া যায়নি বিপ্লবকে। কারণ অনেক বছর ধরেই গায়ক আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। সপরিবারে থাকছেন নিউইয়র্কে। আর পেশা হিসেবে বেছে নিয়েছেন ট্যাক্সি সার্ভিসকে।

সম্প্রতি আবারও গানে নিয়মিত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় এই ব্যান্ডশিল্পী। অংশ নিচ্ছেন দেশটিতে অনুষ্ঠিত বিভিন্ন স্টেজ শোতেও। সঙ্গে সময় পেলেই নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় বিপ্লব এবার গাইলেন দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে। কণ্ঠে তুললেন উপদেষ্টাদের নিয়ে গান। শিরোনাম ‘বিতর্কিত উপদেষ্টা’। গানের কথা, সুর-সংগীত করেছেন বিপ্লব নিজেই।

বিপ্লবের ‘বিতর্কিত উপদেষ্টা’ ইতিমধ্যেই ফেসবুকে ঝড় তুলেছে। ভালোবাসা দিবসে প্রকাশিত গানটি এরই মধ্যে দেখা হয়েছে ২ লাখ ১১ হাজারেরও বেশি। আর মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা লিখে যাচ্ছেন নানা কথা। গানটির প্রশংসার পাশাপাশি অনেকেই শিল্পীর কাছে অনুরোধ রেখেছেন, গানে আবারও নিয়মিত হওয়ার। ভক্তদের প্রত্যাশা- বিপ্লব আবার প্রমিথিউস নিয়ে দেশের মঞ্চে সরব হবেন।