নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিক ছাঁটাই বন্ধ ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে নগরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারীসহ যাত্রীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউরো টেক্স লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকেরা এই অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি এলাকার রপ্তানীমুখী পোশাক কারখানা ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেডে প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করে। তারা গত ১১ ফেব্রুয়ারি এক মাসের বকেয়া বেতন, ভাতাসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিলেন। শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ ঘটনায় কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম বাদী হয়ে চাকরিচ্যুত ২৮ শ্রমিককে আসামি করে ফতুল্লা মডেল থানায় ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর থেকে কারখানার শ্রমিকেরা মামলা প্রত্যাহার ও ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে।
রবিবার রাতে মালিকপক্ষ কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত লে-অফ ঘোষণা করে।এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকেরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের চাষাঢ়ায় সড়ক অবরোধ করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারীসহ যাত্রীরা।
শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।’
‘তবে শ্রমিকদের দাবি, মালিকপক্ষের সঙ্গে কথা না বলে তারা এই আন্দোলন থেকে সরবে না। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি’, যোগ করেন শরিফুল ইসলাম।
পরে বেলা ২টায় চাষাড়া থেকে শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে দিকে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।