মান্নাকে নিয়ে সিনেমা বানাবেন তার স্ত্রী

বিনোদন প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫
শেয়ার :
মান্নাকে নিয়ে সিনেমা বানাবেন তার স্ত্রী

বাংলা সিনেমার দাপুটে অভিনেতা মান্না। শুধু নায়ক কিংবা অভিনয়শিল্পীই নয়, তিনি ছিলেন আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী। যার কাজ, কর্ম ও ভাবনায় শুধুই ছিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়ন। কী করলে এই শিল্পের ভালো হবে- মৃত্যুর আগ পর্যন্ত মান্না কেবল এমনটাই ভেবেছেন। পর্দায় প্রতিবাদী নায়ক বাস্তবেও ছিলেন একটি প্রতিবাদী। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তার স্বভাব। আর এর কারণেই দর্শকরা মান্নাকে মনের আসনে বসিয়েছেন, তিনিও হয়ে উঠেছিলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অদ্বিতীয়।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের আজকের দিনে (১৭ ফেব্রুয়ারি) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। যদিও পরিবারের দাবি- রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসায় অবহেলার তার মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে ছয় চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলাও করা হয়।

এদিকে, প্রয়াত এই নায়কের জীবনী নিয়ে তৈরি হতে পারে অনেক সিনেমা- এমনটা নির্মাতারা অকপটেই স্বীকার করেন। সেই ভাবনা থেকেই মান্নার জীবনকাহিনি নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন তার স্ত্রী শেলী মান্না। নায়কের মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু হবে বলে জানান তিনি।

শেলী মান্নার কথায়, ‘অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে, তাই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য, তৈরি করতে পারব একটা কমপ্লিট সিনেমা।’

প্রতিবছরের মতো এবারও নায়কের মৃত্যুবার্ষিকীতে পরিবার আর ভক্তদের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শেলী মান্না বলেন, ‘মৃত্যুবার্ষিকী তো বেদনাদায়ক ব্যাপার। এখানে উৎসবের কোনো বিষয় নেই। প্রতিবছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া সারা দেশে তার ভক্তরাও মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকে।’