যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭
শেয়ার :
যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের মেয়ে আহত হন।

আজ সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল জব্বার (৪৫) ও তার স্ত্রী রুনা আক্তার (৩৮)। আর তাদের মেয়ে জুঁই আক্তারকে (১৪) গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অনত্র নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, নিহতরা রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান তার স্বামী আব্দুল জব্বার।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’

দম্পতির বড় মেয়ে জানিয়েছেন, তার বাবা-মা ছোট বোনকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া উদ্দেশ্যে বের হয়েছিলেন।

তিনি বলেন, ‘আমাদের আত্মীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাকে দেখতে যাওয়ার সময়ে দূর্ঘটনার শিকার হন তারা।’

তিনি আরও বলেন, ‘আমি ছিলাম শশুড় বাড়ি। সংবাদ পেয়ে জুইকে নিয়ে ঢামেক হাসপাতালে যাই।’