সরকারি জমি দখল করে আওয়ামী লীগ নেতার বহুতল ভবন
বরগুনার বেতাগীতে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। দখল করা জমির ওপরে নির্মিত ভবনে লাল চিহ্নি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বসির গাজী।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাদিসুর রহমান পান্না বেতাগী উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
উপজেলা কর্তৃপক্ষ ও ভূমি অফিসের তথ্য মতে, হাদিসুর রহমান পান্নার বাড়ি বেতাগী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে। নির্মিত ভবনটি বেতাগী ভূমি অফিস সংলগ্ন উপজেলা পরিষদের খাস খতিয়ানের ২ শতাংশ জমি দখল করে করা হয়েছে। দখল করা জমিতে ৫ তালা ভবন নির্মাণ করে বসবাস করছেন ২১ সাল থেকে। এছাড়াও পাসে থাকা পৌর অডিটোরিয়ামের বাউন্ডারি ওয়ালের ভিতরের অর্ধ শতাংশ জমি দখল করে ভবনটি নির্মাণ করা হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, এই বিল্ডিংয়ের প্লান পাস হয়েছে কি না তা আমার জানা নেই।
এ বিষয়ে অভিযুক্ত হাদিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বসির গাজী বলেন, ইতোমধ্যে সরজমিন পরিদর্শন করা হয়েছে। নির্মাণ করা ভবন চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।