খাল দখলকারীদের হামলায় জামায়াত নেতা আহত
খুলনার ডুমুরিয়ায় খাল দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি আহ্বান করায় মহিবুর রহমান নামের এক জাময়াত নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার বালিয়াখালি রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে স্থানীয় ওই জামায়াত নেতা গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংগা খালটি বিগত ১৫ বছর ধরে ছিল প্রভাবশালীদের দখলে। ৫ আগষ্টের পর খালের দখল নেন উপজেলা যুবদল নেতা ও ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম ও তার লোকজন। এদিকে জনগণের জন্য খালটি উন্মুক্তের প্রচেষ্টা চালান খর্ণিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মহিবুর রহমান। খালটি দখলমুক্ত করতে তিনি বিভিন্ন কার্যক্রম চালান। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ছিল খালের সামনের রাস্তার ওপর মানববন্ধন কর্মসূচি। খবর পেয়ে ইউপি সদস্য রবিউল ইসলাম ও তার লোকজন সেখানে অবস্থান নেন। কর্মসূচি শেষে লোকজন চলে যাওয়ার পর লোহার রড, হাতুড়ি ও দা নিয়ে হামলা চালায় জামাত নেতা মহিবুরের ওপর। হামলায় নাক, কপালের বাম পাশে ও চোয়াল ফেটে রক্তাক্ত জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে আহত জামায়াত নেতা মহিবুর রহমান জানান, সিংগা খালটির পাশেই রয়েছে টিপনা, সিংগা ও আঙ্গারদোহা গ্রাম। কিন্তু খাল প্রভাবশালীদের দখলে থাকায় গ্রামবাসীর কোনো উপকারে আসে না। তাই আমি উদ্যোগ নিয়েছি, খালটি যেন জনসাধারণের জন্য হয়। গ্রামবাসী যেন উন্মুক্তভাবে খালটির সুবিধা পান। এ জন্য স্বল্প পরিসরে একটা মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচি শেষে লোকজন চলে যাওয়ার পরেই মেম্বার রবিউল ও লাচ্চুসহ তার লোকজন আমার ওপর দা, লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে।
এ বিষয়ে ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম জানান, সরকারিভাবে ইজারার মাধ্যমে খালটিতে আমরা দখলে আছি। এরই মধ্যে শনিবার সকালে একদল লোক জোর করে খালে নেমে মাছ ধরতে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ঠেলাঠেলি হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।