ফের বিয়ে করলেন অভিনেত্রী শানারেই দেবী শানু
আবার বিয়ে করলেন লাক্স চ্যানেল আই সুপারস্টার অভিনেত্রী শানারেই দেবী শানু। বর মাহবুব জামিল পুলক। পেশায় প্রকৌশলী হলেও যুক্ত আছেন লেখালেখির সঙ্গে। আর এই সূত্র ধরেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
তিনি জানান, তারা বিয়ে করেছেন গত বছর ১৪ ফেব্রুয়ারি। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আনেননি। তাদের পরিচয় লেখালেখির সূত্র ধরে, প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’র মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর ভালোবাসা ও বিয়ে।
শানুর কথায়, ‘গত বছরে আমরা বিয়ে করেছি। এরপর ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তাই এতদিন বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি। তবে আমার কাছের কিছু মানুষজন এটি জানেন। এখনও আমরা অস্থির সময়ের মধ্যে আছি। সংবাদমাধ্যমে অফিশিয়ালি জানাইনি। বই মেলায় একসঙ্গে উপস্থিত হওয়ায় বিষয়টি এখন অনেকেই জেনেছেন।’
যোগ করে তিনি আরও বলেন, ‘আমি মণিপুরি সম্প্রদায় থেকে উঠে এসেছি। আমাদের সংস্কৃতি যেমন অনেক সম্মানের তেমনি সেনসিটিভও। তাই ব্যক্তিগত বিষয়গুলো ভেবেচিন্তে প্রকাশ করতে হয়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মাহবুব জামিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে শানু বলেন, ‘উনি মূলত কবি। লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে। দুজন শব্দের মানুষ। আমাদের ভাবনাটা মিলে যায়। আজব কারখানায় এসেই আমাদের দুজনের পরিচয়।’
জানা যায়, ঢাকার ছেলে মাহবুব জামিল পুলক লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৯ সালে। তার প্রকাশিত প্রথম বই ‘জলপরীর নিঃশ্বাস’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, বইমেলায় এসেছে শানুর বই ‘বাঘ মানুষ’। এটা মণিপুরি মিথলজি। লোকগাথাকে ভিত্তি করে এটি লেখা। শানু জানান, যাদের মিথলজির প্রতি আগ্রহ আছে তারাই এটি সংগ্রহ করছেন।
উল্লেখ্য, শানারেই দেবী শানু ২০০৯ সালে প্রথম বিয়ে করেছিলেন জেভিয়ার শান্তনু বিশ্বাসকে। অভিনেত্রী জানান, দুই পরিবারের মধ্যস্থতায় সে সম্পর্ক অনেকদিন আগেই ইতি টেনেছেন তারা।