অর্থহীন ভক্তদের জন্য সুখবর

বিনোদন প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭
শেয়ার :
অর্থহীন ভক্তদের জন্য সুখবর

দেশের জনপ্রিয় ব্যান্ডদল অর্থহীন। আর এই দলের প্রধান সাইদুস সালেহীন সুমন। যাকে সবাই ভালোবেসে নাম দিয়েছেন বেজবাবা সুমন। দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন এই গায়ক। প্রথমে ক্যানসার, এরপর সড়ক দুর্ঘটনা, স্পাইন জটিলতা ও চোখেও সমস্যায় ভুগতে হয়েছে তাকে। যেতে হয়েছে অসংখ্যবার অস্ত্রোপচারের টেবিলেও। দীর্ঘ সময় স্টেজ শো ও নতুন গান থেকে দূরে ছিলেন অর্থহীনের এই গায়ক।

গত বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’র মধ্যদিয়ে কনসার্টের মঞ্চে ফেরেন সুমন। তারই ধারাবাহিকতায় এবার একক কনসার্টে ফিরছেন সুমন ও তার দল অর্থহীন। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে অনুষ্ঠিত এই কনসার্টে প্রায় ৪ ঘণ্টা পারফর্ম করবে অর্থহীন।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন- এমন থিম নিয়ে কনসার্টের মঞ্চে উঠবে অর্থহীনের সদস্যরা। এর নামও রাখা হয়েছে বিষয়টি মাথায় রেখে। ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শিরোনামের কনসার্টটি জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে সাজানো হবে বলে জানিয়েছে দলটি। এটি যৌথভাবে আয়োজন করেছে গেট সেট রক ও অ্যাসেন বাজ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ কনসার্টে, লাইভ কনসার্টের রীতি অনেকটা বদলে যাবে অর্থহীনের হাত ধরে। এটি গতানুগতিক কনসার্ট নয়। সংগীতের সঙ্গে প্রযুক্তিও গাঁথা থাকবে একই সুতায়।

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শুরু হবে কনসার্ট। গেট খোলা হবে বিকেল ৪টায়। তবে এই আয়োজন উপভোগ করতে কত খরচ করতে হবে, তা এখনো জানানো হয়নি। গেট সেট রক ওয়েবসাইটে শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

এদিকে, বর্তমানে অর্থহীন তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছে। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন সুমন। খুব শিগগিরই অ্যালবামটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।

অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপে বেজবাবা সুমনের সঙ্গে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।