আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার বনেদি পরিবারিক ফোরাম রাখালিয়াস্থ আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পিকনিক ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ঢাকার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাবে পিকনিক ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি বদরুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান, রাখালিয়াস্থ আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের সদস্য, সাবেক এমপি ও সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বছোড়া আরও উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, জমির উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, এম,জি, মাহবুব চৌধুরী (মঞ্জু), আরিফ চৌধুরী প্রমুখ।
এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন নুর নবী (বাচ্চু চৌধুরী), তাইফুন নাহার চৌধুরী (বেবী), ওয়ালি মাহমুদ মাহাবুবুজ্জামান (বকুল) চৌধুরী, আলী হোসেন চৌধুরী (মাসুম), জেসমিন হালিম চৌধুরী, তাসলিমা বেগম (নিপি চৌধুরী), মাহেনুর করিম চৌধুরী (মান্নু), তাহসিন মাহমুদ চৌধুরী (রনি) প্রমুখ।
মিলনমেলায় ফাউন্ডেশন কর্তৃক গৃহীত বিভিন্ন মানবিক কার্যক্রম ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবশেষে, র্যাফেল ড্র-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।