সীমান্ত থেকে ২৫ কেজি গাঁজাসহ যুবক আটক
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কয়লারমুখ চেক পোষ্টের সামনে থেকে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমা (২৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। বিজিবির দাবি, আটক কালায়ন চাকমা মাদক ব্যবসায়ী।
আজ রবিবার সকালে রামগড় ৪৩ বিজিবির আওতায় কয়লামূখ চেকপোষ্টে নিয়মিত তল্লাশির তাকে আটক করা হয়। আটক কালায়ন চাকমা খাগড়াছড়ির মাটিরাঙা কাউমারা এলাকার কালন্তের ছেলে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, অধীনস্থ এলাকায় যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।