প্রকাশ্যে ঋত্বিক ঘটককে নিয়ে কাওসার আহমেদ চৌধুরীর গান
ঋত্বিক ঘটক ইনসেটে কাওসার আহমেদ চৌধুরী
বাংলা সিনেমার কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটক স্মরণে বহু বছর আগে নন্দিত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী লিখেছিলেন গান। তবে গানটি প্রকাশের আগেই গীতিকবি পাড়ি জমান না ফেরার দেশে। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অবশেষে প্রকাশ হয়েছে ঋত্বিক ঘটককে নিয়ে লেখা কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত সেই গান। শিরোনাম ‘স্মরণে ঋত্বিক’। গত ১৪ ফেব্রুয়ারি গানটি প্রকাশ হয় একটি এফএম রেডিও’র প্ল্যাটফর্মে।
ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবসে (৬ ফেব্রুয়ারি) গানটির কণ্ঠশিল্পী নাফিস কামাল ঘোষণা দেন, কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে (২২ ফেব্রুয়ারি) এর অ্যানিমেটেড ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে অন্তর্জালে। তার আগেই প্রকাশ করা হলো অডিও ট্র্যাক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাফিস কামালের কণ্ঠে গানটির সুর করেছেন সৈয়দ কল্লোল ও সংগীতায়োজন করেছেন তুষার রহমান। এর প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কুল এক্সপোজার, সহযোগিতায় ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অ্যানিমেটেড মিউজিক ভিডিওর প্রডাকশনে রয়েছে স্টুডিও আবোল তাবোল।
প্রযোজক সংস্থা কুল এক্সপোজারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মিথুন বলেন, ‘এই গানটি শুধু সংগীত নয় বরং দুই কিংবদন্তি শিল্পীর শিল্পচিন্তা ও আবেগের প্রতিফলন। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর এটি প্রকাশ হলো, যা সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট