বুকের ভিতরের মোচড়টা আর বন্ধ হচ্ছে না: আসিফ
গান-বাজনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলা গানের যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। ভালোবাসা দিবসে প্রকাশ করেছেন নতুন গান ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর কথায় এর সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। আর সংগীতে আছেন পার্থ মজুমদার। ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে।
সম্প্রতি আসিফ জানিয়েছেন, দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। আগামী ২৩ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়াল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে এই জমকালো সংগীত আয়োজন। এর মাঝেই খবর এলো- রোভার স্কাউটের সপ্তম জাতীয় কমডেকারের থিম সং গাইবেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের এই গায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।
এক ফেসবুক পোস্টে আসিফ বলেন, ‘জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ মীর মুগ্ধ। তারই জমজ ভাই মীর স্নিগ্ধ। তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল। ওই হিসেবে আমিও স্নিগ্ধর মামা। মইনুলের বিয়ের সময় মুগ্ধ-স্নিগ্ধ ছোট ছিল। দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল। খুঁজলে হয়তো পাওয়া যাবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘মুগ্ধ নিজে ছিল স্কাউট, স্নিগ্ধও তাই। ২০ ফেব্রুয়ারি রোভার স্কাউটের সপ্তম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জে। আর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস স্যার। স্নিগ্ধসহ একদল স্কাউট অফিসে এসে একটা গান ধরিয়ে দিয়ে বলল- গাইতেই হবে, এটা থিম সং। পরে সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু গানটিকে পরিমার্জন করে একটা কম্পোজিশন তৈরি করেছে, গানটি গেয়েও ফেলেছি। ইংল্যান্ড সফরের কারণে মূল অনুষ্ঠানে থাকতে পারব না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবসময়ই তরুণদের সঙ্গে থাকবেন আসিফ- এমনটা জানিয়ে তিনি বলেন, ‘স্নিগ্ধ জুলাই বিপ্লবের ছবি সম্বলিত স্কাউটের ক্যালেন্ডার গিফট করেছে। একজন এক্স স্কাউট হিসেবে আমি গর্বিত এমন কাজের অংশ হতে পেরে। স্নিগ্ধর সাথে দেখা হবার পর থেকে বুকের ভিতরের মোচড়টা আর বন্ধ হচ্ছে না। শহীদ মুগ্ধর অমর উক্তি- পানি লাগবে পানি! বারবার আপ্লুত হয়ে যাই। এগিয়ে যাক তরুন প্রজন্ম। তারুণ্যের জয়গান গাইতে সবসময়ই ভাল লাগে আমার, গেয়েই যাব। ভালবাসা অবিরাম…।’