দল গঠনের মতামত সংগ্রহে ‘যে বার্তা’ দিলেন সারজিস
নতুন রাজনৈতিক দল গঠনের মতামত সংগ্রহের অংশ হিসেবে সোনারগাঁও যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘নতুন রাজনৈতিক দল গঠনের মতামত সংগ্রহের অংশ হিসেবে আজ বিকেল ৩টায় প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও এ আমাদের সহযোদ্ধা ও ছাত্রজনতার সাথে দেখা ও কথা হবে ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হতে পারে চলতি সপ্তাহে। আর এ মাসের শেষ সপ্তাহে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নাহিদ ইসলাম।
তবে নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে (সদস্যসচিব) কে আসছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এই পদের জন্য আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক সারজিস আলম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?