শেখ হাসিনা ও আ. লীগের বিচারের দাবিতে নারী সমাবেশ বিকেলে

অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৩
শেয়ার :
শেখ হাসিনা ও আ. লীগের বিচারের দাবিতে নারী সমাবেশ বিকেলে

ছবি: সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্টে থেকে

‘গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার’ দাবিতে ঐক্যবদ্ধ হতে সমাবেশের ডাক দিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা।

আজ রবিবার বিকেল ৩টায়, ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় যাদুঘরের সামনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সমাবেশে নারী অধিকারকর্মীরা আওয়ামী সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলে ধরবেন এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাবেন বলে জানা গেছে।

সমাবেশে যোগ দিতে সকল নারী সমাজের প্রতি আহ্বান জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

পোস্টে বলা হয়েছে, ‘খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই ঐক্যবদ্ধ।’

যাতে তারা একযোগে গণহত্যাকারী হাসিনা এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন।