প্রাক্তন স্ত্রীকে ‘ডিভোর্সি’ বললে প্রাক্তন স্বামীকেও ‘ডিভোর্সার’ বলতে হবে

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩
শেয়ার :
প্রাক্তন স্ত্রীকে ‘ডিভোর্সি’ বললে প্রাক্তন স্বামীকেও ‘ডিভোর্সার’ বলতে হবে

প্রাক্তন স্ত্রীকে ‘ডিভোর্সি’ বললে প্রাক্তন স্বামীকেও ‘ডিভোর্সার’ বলতে হবে বলে মত দিয়েছেন ভারতের জন্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি বিনোদ চট্টোপাধ্যায় কউলের হাইকোর্ট বেঞ্চ এ মত দেন।

ভারতীয় সংবাদমাধ্যম কাশ্মীর অভজারভারের খবরে বলা হয়, জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় প্রাক্তন স্বামীর আবেদনপত্র দেখে উষ্মাপ্রকাশ করেন বিচারপতি। আদালতের রেজিস্ট্রাটার তিনি জানান, ভবিষ্যতে এই ধরনের (ডিভোর্সি) শব্দবন্ধ কোনো মামলায় ব্যবহার হলে সেগুলো যেন গ্রহণ করা না হয়।

বিচারপতি বিনোদ চট্টোপাধ্যায় কউল তার পর্যবেক্ষণে বলেন, এতে মামলাকারীর মানসিকতা প্রতিফলিত হয়। মামলায় প্রাক্তন স্ত্রীর নামের সঙ্গে ‘ডিভোর্সি’ এমনভাবে উল্লেখ করা হয়েছে, যেন সেটি ওই নারীর পদবি বা জাত। প্রাক্তন স্ত্রীকে যদি ‘ডিভোর্সি’ বলে উল্লেখ করতে হয়, তবে প্রাক্তন স্বামীর নামের সঙ্গেও ‘ডিভোর্সার’ যুক্ত করতে হবে।

বিচারপতি বলেন, একজন নারীর সঙ্গে এই ধরনের আচরণ বেদনাদায়ক। এই রীতি বন্ধ হওয়া দরকার। এ বিষয়ে হাইকোর্ট থেকে একটি নির্দেশিকা জারি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। এ জন্য হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে প্রস্তাব পাঠানোর কথাও বলেন এ বিচারপতি। 

Jammu & Kashmir High Court Admits Petition Challenging Nomination Of 5 MLAs By Lt Governor, Declines Interim Stay