শবে বরাতের তবারক খেয়ে ১৪ জন অসুস্থ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পশ্চিম পাড়া জামে মসজিদে শবে বরাতের তবারক খেয়ে ১৪ জন অসুস্থ হয়েছেন। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টার সময় মসজিদটিতে শবে বরাতের নামাজ শেষে তবারক (মিষ্টি) দেওয়া হলে, তা খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।
অসুস্থতারা হলেন, মো. সোহান শেখ (১৫), মো. মাহিন শেখ (১৬), মো. মিনার শেখ (২৪), মো. সুমন শেখ (২৮), মো. সোহান (১৮), মো. লিমন (১৫), মো. আরিফ শেখ (৩২), মো. পলাশ (৩০), মো. আরিফ (৩২), মো. মিন্টু (৩৫), মো. শিহাব ( ১৮), মো. হাবিল শেখ (৬০), মো. মুরসালিন (৯), মো. মিশু (৭)। তারা রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন বলেন, আজ সকালে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।