রাজশাহীতে যুবদল নেতা ও বিএনপিকর্মী গ্রেপ্তার
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক এক যুবদল নেতা ও একজন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া গাঙ্গপাড়া মহল্লার মৃত বাবু আকতারের ছেলে পপেল আকতার (৩৪) ও পবা রাইস মিলপাড়া মহল্লার মো. রাজুর ছেলে হিমেল রাজেশ (২৬)। পপেল নগরীর ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর হিমেল রাজেশ বিএনপির কর্মী।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন তাদের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টে শাহমখদুম থানার একটি মামলায় ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, পপেল আকতার একাধিক মামলার আসামি। ছিনতাই, নির্মাণাধীন ভবন থেকে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। পতিত আওয়ামী সরকারের আমলে ওই দলের নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলতেন পপেল।
মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ইবরাহিম খলিল জানান, গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় চত্বরে গুলিবর্ষণ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক যুবদল নেতা পপেল ও বিএনপিকর্মী হিমেল রাজেশকে। তারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।