বিশ্ব ইজতেমার ২য় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৭
শেয়ার :
বিশ্ব ইজতেমার ২য় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

৫৮ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারী আরও এক মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিজাম উদ্দিন বিশ্ব মারকাজ (মাওলানা সাদ অনুসারীদের) মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত দশটায় (খিত্তা-৭২) এর মুসল্লি শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহতের নাম নাজমুল হোসেন (৭৫)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার চক পাতাালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে ।

এ নিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট দুইজন মুসল্লির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।