বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে বিএনপি অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তপন উপজেলার মিতইল গ্রামের নিপেনদ্রনাথ সরকারের ছেলে।
আজ শুক্রবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপি অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড়টায় দলবদ্ধ ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। এ সময় জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার চাঁপাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তর হওয়া তপন কুমারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।