রোজা শুরু কবে, জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
শেয়ার :
রোজা শুরু কবে, জানাল আরব আমিরাত

চলতি বছর কবে শুরু হবে পবিত্র রমজান মাস, সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তারা জানিয়েছে, ২০২৫ সালে ১ মার্চ রোজা শুরু হতে পারে। এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়, তাহলে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ। 

আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ইসলামিক বিশ্বে আগামী ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে। তবে খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষ প্রত্যেক দেশ রমজান শুরুর তারিখ ঘোষণা করবে

২৮ ফেব্রুয়ারি ইসলামিক দেশগুলোতে চাঁদ দেখা ও রমজান শুরুর বিষয়ে কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেন, সূর্য অস্ত যাওয়ার পর আকাশে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করে বেশিরভাগ মুসলিম দেশ পরের দিন রমজান শুরুর ঘোষণা দিবে।

আরবি ক্যালেন্ডারে রমজান নবম মাস। ইসলামে রোজা ফরজ ইবাদত। রমজানে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। মূলত উন্নত জ্যোতির্বিদ্যার কারণে এখন আগে থেকে চাঁদ দেখার বিষয়ে তথ্য জানাতে পারেন জ্যোতির্বিদরা। তবে নির্দিষ্ট দিনে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।