রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ
ঢাকার ধামরাই থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার নান্নার ইউনিয়নের চাওনা মধ্যে পাড়া এলাকায় রাস্তার পাশের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীদের চোখে পরে মরদেহ। পরে স্থানীয়রা এসে মরদেহ দেখে ভিড় জমান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এলাকাবাসী নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নইমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।