বেলুচিস্তানে বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫
শেয়ার :
বেলুচিস্তানে বিস্ফোরণ, নিহত ১১

পাকিস্তানের বেলুচিস্তারেনর হার্নাই এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আজ শুক্রবার সকালে এই বিস্ফোরণ হয়। ডেপুটি কমিশনা ওয়ালি কাকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ। 

প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। পরে আহতদের মধ্যে থেকেও দুজন মারা যান। তারা সবাই কয়লখনি শ্রমিক। 

স্থানীয়রা বলেন, রাস্তাতেই ওই বিস্ফোরক পুতে রাখা ছিল। এখন ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

শাহরাগ এলাকাটিতে এর আগেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই অঞ্চলের কয়লাখনি শ্রমিকরা সেখানেই থাকেন। তবে আজকের বিস্ফোরণ অন্য যেকোনো সময়েরর তুলনায় মারাত্মক।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেন, বিস্ফোরণের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  

পৃথক বিবৃতিতে এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।