কালো তেল তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড জনস্বাস্থ্য ক্ষতিকারক টায়ার পুড়ে কালো তেল তৈরির কারখানা অপসারনের দাবিতে বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার বাসিন্দা নারী-পুরুষ মানববন্ধন করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় কারখানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
এলাকার বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, ‘টায়ার ফ্যাক্টরি ক্ষতিকারক গন্ধে আমাদের শরীরের নানা ধরনের রোগ তৈরি হচ্ছে। শ্বাসকষ্ট হতে শুরু করে কঠিন রোগ আমাদের শরীরে দেখা দিচ্ছে।’
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা আমাদের সময়কে জানান, ইয়াছিন নগর পাহাড়ের পাদদেশে এক অসাধু ব্যবসায়ী পুরাতন টায়ার দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে পুড়ে কালো তেল তৈরি করে আসছে। এতে কালো ধোঁয়ায় দিন দিন বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। আমরা এর প্রতিকার চাই। কারখানাটি বন্ধ করতে হবে।
উল্লেখ্য, মানববন্ধনে এলাকার দেড়শতাধিক নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধরা অংশগ্রহণ করেন।