কোম্পানীগঞ্জে মসজিদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩
শেয়ার :
কোম্পানীগঞ্জে মসজিদ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদ থেকে আবদুর রহিম (৩২) নামে এক য্বুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবদুর রহিম ওই এলাকার নজির আহমেদ ব্যাপারী বাড়ির মৃত ফজলুল হক চৌধুরীর ছেলে। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকাঁকড়া ১ নং ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার কমর উদ্দিন জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিম দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এক সময় চাকুরী করতেন আবুল খায়ের কোম্পানীতে। পরে চাকুরী ছেড়ে বাড়ি চলে আসেন। বিয়ে করার পর স্ত্রীও তাকে ছেড়ে যাওয়ার পর আরও মানসিকভাবে পড়েন রহিম। তাকে পাবনা মানসিক হাসপাতালেও কয়েক মাস রাখা হয়েছিল। বৃহস্পতিবার আছরের পর মুসল্লিরা মসজিদে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’