টঙ্গীতে কাঁচা বাজার ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

টঙ্গী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬
শেয়ার :
টঙ্গীতে কাঁচা বাজার ও তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীর ৫৫ নং ওয়ার্ডের মিলগেট এলাকার কাঁচা বাজার ও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৫টায় মিলগেটের কাচাবাজারে ও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের টঙ্গী জোন থেকে ৩টি ও উত্তরা জোন থেকে ৪টি সর্বমোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন,‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী জোন থেকে ৩টি ইউনিট ও উত্তরা জোন থেকে ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এক যোগে কাজ করে যাচ্ছে।’

প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ সময় তারা জানান, আশেপাশে পর্যাপ্ত পানি সরবরাহ না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। 

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান,অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। আশেপাশে পর্যাপ্ত পানি সরবরাহ থাকলে আরও আগে আগুন নিয়ন্ত্রণে আসতো। সে ক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণও কম হতো। 

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আরিফুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার ভোর পাঁচটায় আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে টঙ্গী থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে উত্তরা থেকে আরও চারটি ইউনিট এসে তাদর সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।’