ভালোবাসা দিবসের গান
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে বেশ কিছু গান। কয়েকটি গানের খবর উঠে এসেছে এ লেখায়। লিখেছেন- তারেক আনন্দ
লিজার ‘তুমি এলে’
ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে গতকাল প্রকাশ হলো ‘তুমি এলে’ গানের মিউজিক ভিডিও। নুরুল ইসলাম মানিকের কথায় গানটির সুর করেছেন ফয়সাল আহমেদ, সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ফিল্ম ভেঞ্চারের প্রডাকশনে গানটি প্রকাশ হয়েছে লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। নতুন এ গান প্রসঙ্গে লিজা বলেন, এই গানটা আমার নিজের পছন্দের একটা কাজ, গানের সুর, কথা সবকিছুর মধ্যে একটা ক্ল্যাসিক ব্যাপার আছে। ছোটবেলায় গান শেখার সময় রেকর্ড প্লেয়ারে পুরনো দিনের গানগুলো যেমন আবেশ তৈরি করত, এই গানটা তেমনই।
যারা আমার মতো সুরেলা গান পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে এই গান। গানের মধ্যে স্নিগ্ধ একটা ব্যাপার আছে। পুরোদস্তুর ভালোবাসাময় একটা গান ‘তুমি এলে’।
কনা-অয়নের ‘মন বলেছে চুপিচুপি’
দিলশাদ নাহার কনা ও অয়ন চাকলাদারের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘মন বলেছে চুপিচুপি’ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন ডিএম আবু বকর, মাসুদ আহমেদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। মডেল হয়েছেন অয়নের সঙ্গে সোহা খান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভী। গানটি প্রকাশ হয়েছে এফ আর মিউজিক স্টেশন থেকে। গান প্রসঙ্গে কনা বলেন, খুব সুন্দর মেলোডিয়াস গান। আমার সঙ্গে গেয়েছেন আমার খুব পছন্দের একজন শিল্পী অয়ন চাকলাদার, যার কণ্ঠ আমার ভীষণ পছন্দের। আশা করি আমাদের কণ্ঠে গানটি আপনাদের ভালো লাগবে। অয়ন বলেন, আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। জানি না আপনাদের কেমন লাগবে। তবে গানটি শুনবেন, মতামত জানাবেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
রাফাতের ‘শহরের খোলা জানালা’
সংগীত শিল্পী শাহরিয়ার রাফাত প্রকাশ করলেন নতুন গান ‘শহরের খোলা জানালা’। ড. আতিউর রহমানের কথায় গানটির সুর, সংগীত করেছেন রাফাত নিজেই। গানটি প্রকাশ করেছেন রাফাতের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। রাফাত বলেন, গানটি গতানুগতিক ধারা থেকে বের হয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার। লিরিক নিয়ে অনেক দিন কাজ করেছি। গানটি আমার খুব প্রিয় হয়ে উঠেছে। কানে আরাম লাগে এমন গান বানানোর চেষ্টা করছিলাম, যেখানে আমার মননশীলতা অনুভূতি থাকবে, শ্রোতা-দর্শক আমাকে খুঁজে পাবে। ইট-পাথরের শহরে কত জানালার আড়ালে, কত প্রেম নীরবে কেঁদে যায়। আসলে কি তা আমরা ভুলতে পারি? এমন ভাবনার গান এটি। ভাবনাকে মাথায় রেখে আমার এই গানটি নির্মাণ করা। রাফাত জানান, এখন থেকে নিয়মিত তার ইউটিউব চ্যানেল ‘শাহরিয়ার রাফাত অফিসিয়াল’ থেকে গান প্রকাশ করবেন।
পূজার ‘এক জনমে হাজার মরণ’
কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার কণ্ঠে প্রকাশ হয়েছে মিউজিক ভিডিও ‘এক জনমে হাজার মরণ’। রাকিব হাসান রাহুলের কথায় গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।
মিউজিক ভিডিওতে নতুনভাবে দেখা গেছে পূজাকে। তার অন্য গানগুলোর চেয়ে অন্যরকম। পূজা বলেন, ফোক ফিউশন ধারার গানটি একটু ভিন্ন আমেজে তৈরি। আমার শ্রোতারা সারপ্রাইজ হবেন। এখন পর্যন্ত যারাই শুনেছেন খুব পছন্দ করেছেন গানটি। পূজার নিজস্ব ইউটিউব চ্যানেল পূজায় প্রকাশ পেয়েছে গানটি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
সালমা-আকাশের ‘জাদুরে মধুরে’
কণ্ঠশিল্পী সালমা ও আকাশ মাহমুদের কণ্ঠে প্রকাশ হলো ‘জাদুরে মধুরে’ গানের মিউজিক ভিডিও। আশিক মাহমুদের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও আলিজা জান্নাত। ভিডিও পরিচালক চন্দন রায় চৌধুরী। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি গতকাল প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে সালমা বলেন, আকাশ এ সময়ে দারুণ সব কাজ করছে। আমাদের এ গানটিও সুন্দর কথামালা ও সুরে সাজানো হয়েছে। গানের নাম শুনলেই বোঝা যায় গানটি কেমন হবে। ভালোবাসা দিবসকে শ্রোতাদের মন রাঙিয়ে দিতে আমাদের উপহার এটি। আকাশ মাহমুদ বলেন, আমি সালমা আপুর মিষ্টি কণ্ঠের দারুণ এক ভক্ত। আপুর সঙ্গে গান গাওয়া মানে বিশেষ ভালোলাগা। আমাদের গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের মন রাঙাবে।
মাহতিম সাকিবের ‘কি করে তোকে ছুঁই’
প্রকাশ হয়েছে মাহতিম সাকিবের নতুন গান ‘কি করে তোকে ছুঁই’। এন আই বুলবুলের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। মডেল হয়েছেন রিফাত, নিপুণ ও শিমুল চৌধুরী। ভিডিও পরিচালনা করেছেন এ বাবুল। প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘রোহান রাজ ভাইয়ের সুরে বেশ কয়েকটি গান আগেও করেছি। তার সুর বরাবরই আমার বেশ ভালো লাগে। এ গানটির কথা ও সুরে দারুণ মেলডি আছে।’
তিনি আরও বলেন, এ গানের কথার মধ্যে প্রেমিক হৃদয়ের কিছু না পাওয়ার হাহাকার উঠে এসেছে। আমাদের অনেকেই তার প্রিয় মানুষকে নানা কারণে হারিয়ে ফেলে। এ গানটিতে শ্রোতারা সেটি খুঁজে পাবেন।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
ফাহিমের ‘আদুরে দিন’
ফাহিম ইসলামের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘আদুরে দিন’। এটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশন ও ইনডোরে শুটিং গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি প্রকাশ করছে ডেডলাইন মিউজিক।
মেজবার ‘এই পৃথিবী’
মেজবা শরীফের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘এই পৃথিবী’র মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। মডেল হয়েছেন সারা জেরিন ও মেজবা। ভিডিও পরিচালনা করেছেন আসাদুজ্জামান আজাদ। এর আগে মেজবার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘নিশ্বাসে বিশ্বাসে’, ‘আমি তোমার মন’, ‘ঝরছে বৃষ্টি’ ‘মনের স্মার্টফোন’ প্রভৃতি।