বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেয়ার :
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার শুরু হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। শুরুর প্রথম রাত পবিত্র শবেবরাতের পুণ্যময় রজনী হওয়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে ইজতেমা ময়দানে বড় করে পালন হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

নিজামুদ্দিন বিশ্ব মারকাজ (মাওলানা সাদ) অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠানিকতা।

তবলিগ জামাতের বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের পুণ্যময় রজনীতে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমার প্রথম রজনী শবেবরাত হওয়ায় মুসল্লিদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

এ বিষয়ে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মহাপরিচালক ও গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ বলেন, এমন পবিত্র ও বরকতময় মর্যাদাপূর্ণ রাতে বিশ্ব ইজতেমার মতো বৃহৎ ইসলামী জমায়েতের আয়োজন নিঃসন্দেহে এক অনন্য ও ঐতিহাসিক ঘটনা। এ রাতের ফজিলতের কারণে এবারের ইজতেমা আরও বেশি গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক বরকতে ভরপুর হবে বলে আশা করা হচ্ছে। এ রাতে মুসলিম উম্মাহর জন্য লাখ লাখ মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এই ময়দানে সমবেত হয়ে।

অপর এক বিবৃতিতে মিডিয়া সমন্বয়ক মো. সায়েম আরও জানান, শবেবরাতের রজনীতে ইজতেমা হওয়ায় দেশ-বিদেশি মুসল্লিদের মধ্যে বাড়তি এক ধর্মীয় আবেগ কাজ করছে। এরি সধ্যে লাখো মুসল্লি ময়দানে এসেছেন। তাই শুক্রবার জুম্মার নামাজে ২০ লাখ মুসল্লির উপস্থিতি আশা করছি।

এদিকে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সব সুযোগ-সুবিধা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন দায়িত্বশীল প্রতিটি সেবা প্রদানকার সংস্থার কর্মকর্তারা।