‘সত্যি এমন মুহূর্ত আসবে ভাবিনি’

বিনোদন প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪
শেয়ার :
‘সত্যি এমন মুহূর্ত আসবে ভাবিনি’

বাবার মরদেহের সামনে রওনক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রওনক হাসান তার বাবা জয়নাল আবেদিনকে হারিয়েছেন ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি। দিনটি ছিল শুক্রবার। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল শুক্রবার এই অভিনেতার বাবার মৃত্যুবার্ষিকী। ঠিক তার আগের দিন, বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট করলেন রওনক।

আজ বৃহস্পতিবার একটি ছবি শেয়ার করে এই অভিনেতা লিখেছেন, ‘যতবারই ছবিটা দেখি, মনে হয় যেন শুটিং এর ছবি! এমন কত দৃশ্যে অভিনয় করেছি জীবনে! সত্যি সত্যি এমন মুহূর্ত আসবে, সেভাবে ভাবিনি কোনোদিন! ছবিটা ভগ্নিপতি পলাশ হঠাৎ একদিন ইনবক্সে পাঠাল! ১৪ ফেব্রুয়ারি ২০২০-এ বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। দিনটার কথা মনে হলেই কি অদ্ভুত অনুভুতি হয় বলে বোঝানো যাবে না।’

রওনক আরও লিখেছেন, ‘বাবাকে গোসল করাতে আল মারকাজুলে যখন নিয়ে গেলাম, সেখানকার হুজুর আমাকে ডেকে বললেন, আসেন নিজ হাতে বাবাকে গোসল করান। আরতো পাবেন না…। আমি বাবাকে গোসল করালাম। সেই মুহূর্ত যখনই মনে পড়ে! বাস্তব মনে হয় না আমার…।’

দোয়া চেয়ে সবশেষে রওনক হাসান লিখেছেন, ‘পৃথিবীর সকল বাবা যারা প্রয়াত হয়েছেন, তাদের সকলের আত্মার শান্তি হোক। আর যাদের বাবা বেঁচে আছেন আপনারা তাদের যত্ন নিন।’