অধীর অপেক্ষায় দর্শক
ভারতীয় সিনেমার ঝান্ডা যে এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির হাতে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কলাকুশলীদের অভিনয় দক্ষতা, নিত্যনতুন স্টোরি লাইন আর ধুন্ধুমার অ্যাকশন সাথে থাকে মনমাতানো এন্ডিং। একটি দর্শকহৃদয় জয় করতে একটি সিনেমায় যা দরকার, দক্ষিণী ইন্ডাস্ট্রি সে সবই পর্দায় হাজির করে। তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি দর্শকের মন জয় করে এগিয়ে যাচ্ছে বৈশ্বিক কাতারে। এর জন্য তারা অর্থখরচে কার্পণ্য করছে না। একের পর এক বড় বাজেটের ছবি নির্মাণে উদ্যোগী হচ্ছে। এরই প্রেক্ষাপটে ২০২৫ সালেও ধামাকার জন্য দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিগুলো প্রস্তুতি নিয়ে রেখেছে। গ্লোবাল ব্লকবাস্টার আরআরআর তারকা রামচরণের রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘গেম চেঞ্জার’ দিয়ে সফলভাবে বছর শুরু হয়েছে। এ বছর কয়েকটি হাই-প্রোফাইল সিক্যুয়েলসহ বেশ বড় বাজেটের কিছু সিনেমা পর্দায় হাজির হতে যাচ্ছে। তালিকা থেকে আকর্ষণীয় কয়েকটি সিনেমার কথা উল্লেখ হলো, যেগুলো দেখতে দর্শকরা উন্মুখ হয়ে আছেন
কাইথি-২
কাইথি সিনেমাটি ২০১৯ সালে মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সিনেপ্রেমীরা অপেক্ষায় থাকে এর পরবর্তী পর্বের জন্য। অবশেষে তাদের সেই কৌতূহলের অবসান ঘটতে যাচ্ছে। লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কাইথি-২’ এ প্রধান চরিত্রে দেখা যাবে কার্তি ও অর্জুন দাসকে। ড্রিম ওয়ারিয়র পিকচার্সের ব্যানারে নির্মিত এ সিনেমাটির বাজেট ২৫০ কোটি রুপি। আগামী ৩০ এপ্রিল দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসবে কার্তির এ অ্যাকশন সিনেমাটি।
কুলি
বিশাল বাজেটের ‘কুলি’ নিয়ে মে মাসে হাজির হচ্ছেন প্যান-ইন্ডিয়ান সুপারস্টার রজনীকান্ত। ছবিটির পোস্টার এরই মধ্যে ভাইরাল হয়েছে। ২৮০ কোটি রুপি বাজেটের ‘কুলি’তে রজনীকান্তের সঙ্গে পর্দা কাঁপাতে আসেছেন আরেক দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। সঙ্গে থাকবেন শ্রুতি হাসান ও সৌবিন শাহি। অতীতের ভুল সংশোধন করে নিজের অস্তিত্বের আত্মপ্রকাশে মগ্ন একজন মানুষের নিরলস অনুসন্ধান ফুটে উঠবে ‘কুলিতে’। বিশাল বাজেটে নির্মিত এ সিনেমাটির মূল কাহিনি সংশ্লিষ্টরা গোপন রেখেছেন।
টক্সিক
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গোয়ার সমুদ্র উপকূলে মাফিয়া স্বর্গে উন্মোচিত একটি শক্তিশালী ড্রাগ কার্টেল সূর্যের। আর সেই ড্রাগ মাফিয়াদের শিকড় নির্মূলে এগিয়ে আসে এক টক্সিক চরিত্র। কন্নড় ইন্ডাস্ট্রিজের অ্যাকশন-থ্রিলার ‘টক্সিক’-এ কেজিএফের ‘রকিভাই’ ইয়াশকে দেখা যাবে নাম ভূমিকায়। তার সঙ্গে পর্দা ভাগ করবেন কিয়ারা আদভানি ও নয়নতারা। ৩৫০ কোটি রুপি ব্যয়ে সিনেমাটি মুক্তি পাবে ১০ এপ্রিল।
রাজাসাব
ইয়াশের ‘টক্সিক’-এর সঙ্গে ১০ এপ্রিল সংঘর্ষ হতে যাচ্ছে প্রভাসের ‘রাজাসাব’-এর। তেলেগু তারকা প্রভাসের ৪৫০ কোটি রুপির বিশাল বাজেটের রোমান্টিক কমেডি অ্যাকশন ‘রাজাসাব’ পরিচালনা করেছেন মারুথি। প্রথমে ২০০ কোটি রুপি নির্ধারণ করা হলেও পরে বাড়তে বাড়তে এই সিনেমা নির্মাণে খরচ হয় ৪৫০ কোটি রুপি। এতে অভিনয়ের জন্য প্রায় ১৫০ কোটি পারিশ্রমিক নেন প্রভাস। ‘রাজাসাবে’ আরও দেখা যাবে সঞ্জয় দত্ত ও সাই পল্লবীকে।
ভিডি-টুয়েলভ
আরও একবার অ্যাকশন অবতারে দর্শকের সামনে হাজির হবেন রোমান্টিক পুরুষ বিজয় দেবরাকোন্ডা। সিনেমায় তার সঙ্গী বাস্তবের প্রেমিকা রাশমিকা মান্দানা। ১২০ কোটি রুপি বাজেটের ‘ভিডি-টুয়েলভ’-এ আবারও বড় পর্দায় এক হবেন রাশমিকা ও বিজয়। ২৮ মার্চ সিনেমা হলে দেখা যাবে অ্যাকশন-ড্রামা সিনেমাটি। সম্প্রতি বিজয়ের বহু প্রতীক্ষিত লুক উন্মোচন করা হয়েছে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
কানতারা-২
মাত্র ১৬ কোটি রুপি বাজেটের ‘কানতারা’ ২০২২ সালে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর পরই ছবির নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি ২০২৫ সালের মাঝামাঝিতে ‘কানতারা-২’ মুক্তির সিদ্ধান্ত নেন। কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম সফল এই চলচ্চিত্রের সিক্যুলেয়টির বাজেট ১২৫ কোটি রুপি। এবার প্রথম অংশের শেষে শিবের (ঋষভ) অন্তর্ধানের পরের গল্পে তৈরি হচ্ছে না দ্বিতীয় অংশটি; বরং অতীতের ঘটনাগুলো নিয়েই নির্মিত হয়েছে এটি।
ঠগ লাইফ
প্রায় ৩৭ বছর পর তিনি জুটি বেঁধেছেন অভিনেতা কমল হাসান ও পরিচালক মণিরত্নম। তামিল ভাষার গ্যাংস্টার অ্যাকশন ড্রামা চলচ্চিত্র ‘ঠগ লাইফ’ নিয়ে পর্দায় আসতে যাচ্ছেন তারা। ২৪৯ কোটি রুপি বাজেটের সিনেমাটি এই বছরের ৫ জুন মুক্তি পাবে। ‘ঠগ লাইফে’ কমল হাসান ছাড়াও থাকছেন সিলামবারাসান, তৃষা কৃষ্ণান, জয়ম রবি, আলী ফজল প্রমুখ। সাম্প্রতিক সময়ে মণিরত্নম ও কমল হাসান অভিনীত সিনেমাগুলো ব্যাপক হিট হওয়ায় ‘ঠগ লাইফ’ নিয়েও দর্শক অধীর হয়ে আছেন।
জানা নয়াগান
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
গণতন্ত্রের আলোর বাহক হিসেবে পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন থালাপাতি বিজয়। রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশের জন্য এটি তার শেষ সিনেমা বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিজয়। কেভিএন প্রোডাকশনস দ্বারা নির্মিত তামিল ভাষার রাজনৈতিক অ্যাকশন থ্রিলারটিতে আরও থাকছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাজু, প্রকাশ রাজ প্রমুখ। অ্যাকশন-প্যাকড এই থ্রিলার মুভির জন্য বিজয় একাই ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। বিজয়ের শেষ সিনেমা ‘জানা নয়াগান’ নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।
সালার-২
বছরের শেষ দিকে খ্রিস্টমাসে মুক্তি পেতে যাচ্ছে বছরের অন্যতম বিগ বাজেটের সিনেমা প্রভাসের ‘সালার-২’। সালারের প্রথম কিস্তি সিজফায়ারের অসাধারণ অ্যাকশন প্যাকড গল্প দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর তাই প্রশান্ত নীল ৩৪০ কোটি রুপির বাজেট নিয়ে হাজির হয়েছেন ‘সালার-২’-এর জন্য। অ্যাকশন ও ড্রামায় ভরপুর সিনেমার রোমাঞ্চকর পরিণতি দেখতে উন্মুখ সেনিপ্রেমীরা। প্রভাস ছাড়াও সিনেমাটিতে থাকছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।