বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে ভারতের লাভ

রংপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৫
শেয়ার :
বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে ভারতের লাভ

বাংলাদেশের স্বাস্থ্যখাত ধ্বংস হলে পাশের দেশ ভারতের লাভ হয় বলে মন্তব্য করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। 

আজ বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ডক্টরস ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

তিনি বলেছেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্যখাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে ভারত। পাশের দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেওয়ার লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান করে বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যখাতকে দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

ফরহাদ হালিম ডোনার বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্যখাতের উন্নতি করত, তা হলেও ভালো হতো। কিন্তু সেটা করা হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্যখাতে যা করে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে সবকিছুর মতো স্বাস্থ্যখাতকেও ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

স্বাস্থ্যখাত ধ্বংসের উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে জাতীয় ক্যানসার হাসপাতালে ক্যানসার চিকিৎসার জন্য লিনিয়ার মেশিন ৪টা কেনা হয়েছিল। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা যায়, ৪টি মেশিনই নষ্ট হয়ে পড়ে আছে। এর মানে জাতীয় ক্যানসার হাসপাতালেও ক্যানসারের চিকিৎসা হচ্ছে না। রংপুর মেডিকেল হাসপাতালের ক্যানসার মেশিন নষ্ট। সারাদেশের ক্যানসার মেশিন নষ্ট।

ড্যাবের প্রধান উপদেষ্টা বলেন, বিএনপি ও সমমনা দল ক্ষমতায় আসলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ৩১ দফার মধ্যেও স্বাস্থ্যখাতের কথা বলা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম। পরে রংপুর মেডিকেল কলেজের হলরুমে ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন-নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্যসচিব ডা. শরিফুল ইসলাম ননতু, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুল হক সরকার ও সাধারণ সম্পাদক শরিফুল হক মণ্ডল।