চাটমোহর আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৭
শেয়ার :
চাটমোহর আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

পৃথক অভিযানে পাবনার চাটমোহরের তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চাটমোহর ও ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুরা উপজেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হক। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আতিকুর রহমান আতিককে তার ঢাকার মোহাম্মদপুরের অফিস থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপরে গুলিসহ হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। একই অভিযোগে আব্দুল আলিমকে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। সরদার আজিজুল হককে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে একটি বিস্ফোরক মামলায় চাটমোহর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আজিজুল হককে আজ বুধবার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।