কাল মঞ্চ মাতাবেন জেমস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান নিয়ে উৎসবের আয়োজন করেছে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আয়োজনের শেষদিন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কনসার্ট। আর এতে অংশ নেবেন নাগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস ও তার গানের দল। সঙ্গে থাকছে জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলও। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।
জেমস’র মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে সন্ধ্যায় থাকছে নগর বাউলের চমক। উল্লেখযোগ্য বিষয়- কনসার্টটি থাকছে সবার জন্য উন্মুক্ত।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আয়োজনটি প্রসঙ্গে জেমসের ভাষ্য এমন, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইব, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগতম।’
এদিকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাড়ে ৬টায় মঞ্চে আসবেন শিল্পীরা। কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘সকলের মধ্যে ঐক্য থাকলেই সমাজ পরিবর্তন সম্ভব। দেশকে ঘিরে অনেকবার ষড়যন্ত্র হয়েছে। তারুণ্যের শক্তিকে ব্যবহার করে প্রতিবারই এদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। দেশের ডাকে সাড়া দিয়ে তারুণ্যের সর্বজনীন শক্তি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।’