এবার ‘তুফান’ আসছে টিভিতে

বিনোদন প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৭
শেয়ার :
এবার ‘তুফান’ আসছে টিভিতে

শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। গত বছর রোজার ঈদে এটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। রায়হান রাফীর পরিচালনায় এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও ঝড় তুলেছে ‘তুফান’। এরপর সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে।

এবার ‘তুফান’ আসছে টিভিতে। আসন্ন রোজার ঈদে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দীপ্ত টিভিতে। এ নিয়ে দীপ্ত টিভির সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানের চুক্তিও সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে দীপ্তর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা এবং আলফা আই স্টুডিওস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল। এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, হেড অফ মার্কেটিং মো. মোজাম্মেল হোসাইন এবং আলফা আই স্টুডিওসের ক্রিয়েটিভ ও কমিউনিকেশন ম্যানেজার কাশফি আহসান।

দীপ্ত’র সিইও তাসনুভা আহমেদ টিনা বলেন, ‘দীপ্ত টিভি সবসময় দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মানসম্পন্ন বিনোদনমূলক কনটেন্ট প্রচার করে। এবারের ঈদুল ফিতরে বিশেষ চমক হিসেবে থাকছে “তুফান”র ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। সিনেমাটি দর্শকদের জন্য অসাধারণ উপভোগ্য হবে বলে আমরা বিশ্বাস করি।’

আলফা আই স্টুডিওসের এমডি শাহরিয়ার শাকিল বলেন, ‘শুধু প্রেক্ষাগৃহেই নয়, “তুফান” ওটিটিতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার ঈদে টেলিভিশন দর্শকদের জন্য এটি একটি বিশেষ উপহার হতে যাচ্ছে।’

‘তুফান’ সিনেমায় শাকিব-মিমির পাশাপাশি আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।