সীমান্তে ভারতীয় গাজা ও সিগারেট জব্দ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৯
শেয়ার :
সীমান্তে ভারতীয় গাজা ও সিগারেট জব্দ

ছবি: সংগৃহীত

রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ ও ফটিকছড়ির ভুজপুর থানার সীমান্তবর্তী এলাকায় ১২ কেজি গাজা ও ৪৪৫ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করা করেছে । 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রামগড় ৪৩ বিজিবির আাওতাধীন জোরারগঞ্জ থানার কয়লারমুখ চেকপোস্টের সামনে থেকে সিগারেট এবং ভুজপুর থানার মাষ্টারপাড়া এলাকা থেকে গাজা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে উদ্ধারকৃত গাজা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধীনস্থ এলাকায় যেকোনো চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।