স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই
দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা কাজী কামালউদ্দিন একরাম। তিনি এক পুত্র, এক কন্যা, পুত্রবধু, জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
আজ বুধবার বাদ আছর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাজীপুরের বাগানবাড়ীতে পারিবারিক কবরস্থানে বাবা-মার কবরের পাশে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম।
এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?