স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২
শেয়ার :
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর যাচ্ছেন।

আগামীকাল বুধবার সকাল ৮টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে খন্দকার মোশাররফের।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে আগামীকাল সিঙ্গাপুর যাবেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

এর আগে খন্দকার মোশাররফ হোসেনের মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়। টানা ২ মাস ১০ দিন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন তিনি। দেশের হাসপাতালেও একাধিকবার তাকে ভর্তি করা হয়েছিল।