ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
নাটোরের বড়াইগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাস কাউন্টার ও তিনটি ফলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।গতকাল সোমবার সন্ধ্যায় কালিকাপুর বাইপাস ও নতুন বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি টিম নিরাপত্তাহীনতার দাবি করে খেলা বর্জনের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে।
সংঘর্ষে আহতরা হলেন হারোয়া এলাকার জামাল উদ্দিন আলী (৫৪), সুমন (২০), এছার উদ্দিন (৩৫), মাসুদ (২২), বিপুল (২৬), আওয়াল (২৫) ও মোবারক (২৪) এবং কালিকাপুর এলাকার মজু প্রামাণিক (৪৫), রাজু আহমেদ (২০), শাকিল আহমেদ (২২), ফারুক হোসেন (৩৫), সাব্বির হোসেন (২১), জাকির হোসেন (৪০) ও পরান উদ্দিন (১৭)। আহতদের স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে কালিকাপুর ক্লাবের উদ্যোগে আন্তঃপৌর ফুটবল টুর্নামেন্টের আওতায় কালিকাপুর ফুটবল একাদশ ও হারোয়া ফুটবল একাদশের মধ্যে খেলা ছিল। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় ১-০ গোলে হারোয়া একাদশ বিজয়ী হয়। খেলা শেষে সন্ধ্যায় তারা বিজয় মিছিল নিয়ে বনপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা কালিকাপুর নতুন বাজার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
হারোয়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, বাইপাস এলাকায় চা-স্টল ও বাস কাউন্টার থেকে মিছিলকে উদ্দেশ্য করে কটুক্তি ও আপত্তিজনক কথা বলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়া চলে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালিকাপুর ক্লাবের সভাপতি হুমায়ন কবীর বলেন, ‘খেলার মাঠে সুষ্ঠভাবে খেলা শেষ হয়েছে। কিন্তু বাইপাস এলাকায় গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হারোয়া এলাকার একজন বিএনপি নেতার ইন্ধনে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি।’
ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। ’