বেড়াতে নিয়ে না যাওয়ায় নববধূর ‘আত্মহত্যা’

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৮
শেয়ার :
বেড়াতে নিয়ে না যাওয়ায় নববধূর ‘আত্মহত্যা’

বাহিরে বেড়াতে নিয়ে না যাওয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে সুবর্ণা আক্তার নামের এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বগুড়ায় শেরপুর পৌর শহরে প্রফেসার পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বগুড়ার শাহজাহানপুর উপজেলার জামুন্না গ্রামের বাসিন্দা সুবর্ণা আক্তারের সঙ্গে প্রায় দেড় মাস আগে শেরপুর শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা মো. তরিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পরে তাদের মধ্যে কোনো ঝগড়া, মান-অভিমান ছিল না। গতকাল সন্ধ্যায় সুবর্ণা তার স্বামীকে বেড়াতে নিয়ে যেতে বললে তরিকুল তাতে রাজি হয়নি। এ ঘটনায় তাদের মধ্যে কথা কাটকাটি হয়। এরই এক পর্যায়ে সুবর্ণা বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শেরপুর থানায় সুবর্ণার বাবা শরিফ উদ্দিন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’