অপারেশন ডেভিল হান্ট /

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৩
শেয়ার :
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় নাজমুল শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড়পুল এলাকা থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শহরের বড়পুল এলাকায় অভিযান পরিচালনা করে নাজমুল শেখকে গ্রেপ্তার করেন।’ 

তিনি বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশের মতো রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হন। সেখানে মিছিল করতে থাকলে দেড় শতাধিক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়অস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলবার, বন্দুক, রামদা, হকস্টিক, লোহার পাইপ, এস.এস পাইপ ও রড নিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমন করেন। তাদেরকে এলোপাতাড়িভাবে লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ এবং সেই সঙ্গে গুলি বর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের গুরুত্বর জখম করেন। প্রাথমিক তদন্তকালে আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’