ফারিয়ার সঙ্গে ফারিয়ার দেখা

বিনোদন প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১
শেয়ার :
ফারিয়ার সঙ্গে ফারিয়ার দেখা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাঝে বেশ ক’দিন ছিলেন খবরের আড়ালে। সম্প্রতি নায়িকা জানিয়েছেন, পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি। তবে এখনই নয়, সবকিছু ঠিক থাকলে চলতি বছর সেপ্টেম্বরে ‘বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাচ্ছেন ফারিয়া।

এর মাঝেই নায়িকা জানান, ‘জ্বীন ৩’ সিনেমা দিয়ে ৭ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজ করছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন এর শুটিংয়ে। মুন্সীগঞ্জ চলছে সিনেমার কাজ। শুটিং হচ্ছে সেখানকার একটি নদীর ঘাটে। এ সময় নায়িকার সঙ্গে পরিচয় হয় এক কিশোরী ভক্তের।

শুটিংয়ে নায়ক-নায়িকাদের সঙ্গে ভক্তদের দেখা ও কথা হবে কিংবা পছন্দের তারকাকে দেখতে উৎসুক জনতার ভিড় থাকবে- এটি খুব সাধারণ একটি ঘটনা। তবে নুসরাত ফারিয়ার বেলায় ঘটেছে স্মরণীয় এক ঘটনা। যা নায়িকা নিজেই জানিয়েছেন তার ফেসবুকে। পরিচয় করিয়ে দিয়েছেন আরেক নুসরাত ফারিয়ার সঙ্গে।

ফারিয়ার কথা্য়, ‘ছোট বেলায় শুনতাম নায়ক-নায়িকাদের নামে নাম রাখে। বড় বেলায় এসে প্রমাণ পেলাম। শুটিং করতে এসে নদীর ঘাটে দেখা।’

বলা দরকার, মুন্সীগঞ্জে শুরু হয়েছে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিং। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদে।