অপারেশন ডেভিল হান্ট অভিযানে শিবালয় থেকে গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিবালয় ও উথুলী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তিনজন আ. লীগ নেতাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল ১০ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে উপজেলার শিবালয় ও উথুলী ইউনিয়নে অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন শিবালয় ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আসলাম উদ্দিন (৪৭), উথুলী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন (৬০) ও উথুলী ইউনিয়ন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মোহাম্মদ মোক্তার মেম্বার।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন জানান, ৫ আগস্ট উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।