যে কাজই করি ভয়ংকর বিষয় আসে: মেহজাবীন
নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব সিনেমা ‘নীল সুখ’। গতকাল সোমবার প্রকাশ হয়েছে এর অফিসিয়াল ট্রেলার। এর আগে, গত ৮ ফ্রেব্রুয়ারি প্রকাশ হয় একটি অফিসিয়াল মিউজিক ভিডিও। এবার আগামী ১৮ ফেব্রুয়ারি ‘নীল সুখ’ মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলছে ওয়েব সিনেমাটি। আর ট্রেলার মুক্তির পর সামাজিক মাধ্যমে দৃষ্টি কেড়েছে এটি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিব হৃদয় খুলিয়া’ গানটির সঙ্গে উন্মুক্ত হয়েছে ‘নীল সুখ’র ট্রেলার। এর সঙ্গে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহানের অভিনয়ও মন কেড়েছে দর্শকের।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এবার নিখাদ ভালোবাসার গল্প নিয়ে এসেছি। দুটি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের বেদনা ও সুখের গল্পই হচ্ছে “নীল সুখ”। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা। তবে কীভাবে আলাদা- সেটা ওয়েব ফিল্ম দেখলেই জেনে যাবেন দর্শকরা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মেহজাবীন চৌধুরী বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে এটি আমার তৃতীয় কাজ এবং একইসঙ্গে নির্মাতা ভিকি জাহেদের সঙ্গেও তৃতীয় কাজ। এর আগের দুটি ওটিটি কনটেন্ট সুপারহিট ছিল। আমি আশাবাদী তৃতীয়টাও সুপারহিট হবে।’
নায়িকা আরও বলেন, ‘ভিকি জাহেদ যে ধরনের কাজ করেন তাতে স্বাভাবিকভাবে ছুরি-চাকুর ব্যবহার থাকে। কাজ করতে করতে এই ছুরি-চাকু আমারও পছন্দের হয়ে গেছে। এখন যে কাজই করি না কেনো ঘুরেফিরে সেই ছুরি-চাকু বা ভয়ংকর বিষয় আসে। যাই হোক, আজকে গান ও ট্রেলার দেখার পর দর্শক রোমান্টিক কিছুর আভাস পাবে। তবে পুরো ফিল্মে বেশ কয়েকটি লেয়ার আছে। যারা রোমান্টিক কিছু দেখতে চান তাদের এই কাজটি ভালো লাগবে। আর যারা ভিন্ন কিছু দেখতে চান তাদেরও কাজটি ভালো লাগবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ফররুখ আহমেদ রেহান বলেন, ‘আমার মনে হচ্ছে এ বছর ভ্যালেন্টাইনে এটা হতে যাচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ‘কতবার ভেবেছিনু’ গানের মাধ্যমে অনেকদিন পর সিনেমায় প্লেব্যাক করলেন তিনি।