৩৬ জুলাই
‘৩৬ জুলাই’ মূলত এক আন্দোলনের দিনপঞ্জি, এক লড়াইয়ের নিঃশব্দ সাক্ষী। এই বইটি আমার স্বকণ্ঠে রেকর্ডকৃত দিনপঞ্জির লিপিবদ্ধ রূপ। বইটি প্রকাশের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রথমেই আমার অশেষ ধন্যবাদ ‘মুর্শিদা আকন’-কে, যিনি অনবদ্য ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে আমার রেকর্ডকৃত ভয়েস শুনে তা শব্দে রূপ দিয়েছেন। আমার গ্রামের এম.এফ. যে.এফ. ফাউন্ডেশনের তাইসির ও তামিম, যারা বইটির চূড়ান্ত সম্পাদনার দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা।
বইটির ভাষাগত শৈলীকে আরও সাবলীল ও পাঠযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিক ইউসুফ সাহেবের ভূমিকা অনস্বীকার্য। তার সুচিন্তিত সম্পাদনা বইটির বর্ণনাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এ ছাড়া প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’-কে ধন্যবাদ জানাই, যারা শেষ মুহূর্তেও এই বইটি প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেছে। তাদের সহযোগিতা ছাড়া এ গ্রন্থ পাঠকের হাতে পৌঁছানো সম্ভব হতো না।
আমার প্রাণপ্রিয় স্যার, যিনি শত ব্যস্ততার মধ্যেও বইটির জন্য একটি শুভানুধ্যান লিখে আমাকে ধন্য করেছেন, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তার মূল্যবান কথামালা বইটির মূল্য ও গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন,‘ইতিহাস লিপিবদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহমদ আরমান সিদ্দিকীর এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তার রেকর্ডকৃত দিনপঞ্জি ও অভিজ্ঞতার সংকলন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান দলিল হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের প্রতিটি মুহূর্ত, সাহসী ছাত্র-জনতার সংগ্রাম—সবকিছুই এতে প্রতিফলিত হয়েছে। আমি আশা করি, এই গ্রন্থ পাঠকের কাছে সত্য ও সংগ্রামের সঠিক চিত্র তুলে ধরবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
‘৩৬ জুলাই’ কেবল আমার ব্যক্তিগত স্মৃতি নয়, এটি একটি ঐতিহাসিক সংগ্রামের প্রতিচিত্র। আশা করি, এই বই পাঠকদের আন্দোলনের সত্য প্রতিচিত্র তুলে ধরতে সহায়ক হবে।
লেখক পরিচিতি
আহমদ আরমান সিদ্দিকী ১৯৭৯ সালের ১৪ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। ৯ মাস বয়সে তার বাবাকে হারালে পরিবারসহ তার শিক্ষিকা মা-কে ১৯৮১ সালে চট্টগ্রামে থিতু হতে হয়; ১৯৯৭ সালে এইচএসসি পাশ করে ঢাকা চলে আসেন। গ্র্যাজুয়েশন শেষ করে ২০০৩ সালে চাকরিজীবন শুরু হয়; ২২ বছর টেলিকমে চাকরি শেষে বর্তমানে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের সিইও হিসেবে কর্মরত আছেন।
চাকরি এবং ব্যক্তিগত শখে ৩৯টি দেশ ভ্রমণ করেছেন এবং আরও ২৭টি দেশ ভ্রমণের ইচ্ছা আছে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শৈশবে ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তিনটি নির্বাচন সীতাকুণ্ড থেকে খুব কাছ থেকে অবলোকন করেন যেটি তার রাজনৈতিক সচেতনতা এবং সমাজসেবাকে ত্বরান্বিত করছে। অবসর সময়ে দেশবিদেশের রাজনৈতিক ইতিহাস এবং অন্যান্য বই পড়তে, নেটফ্লিক্স ও সিনেমা দেখতে, গান শুনতে ও গাইতে বাদ্যযন্ত্র বাজাতে, প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা মারতে, বাচ্চাদের প্রিয় খাবার রাঁধতে, নতুন খাবার চাখতে আর নিজ গ্রামে সময় কাটাতে ভালোবাসেন।
— আহমদ আরমান সিদ্দিকী
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বইটি অমর একুশে বইমেলা ২০২৫ ‘ঐতিহ্য প্যাভিলিয়ন ২৮’ এ পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বইমেলায় ৩৮-৩৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।
অনলাইনে অর্ডার করতে:
https://www.rokomari.com/book/453099/36-july-2024
https://oitijjhya.com/book/36-julai-2024