বাংলাদেশে সফরে আসছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ইউএনওপিএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর

প্রেস বিজ্ঞপ্তি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৮
শেয়ার :
বাংলাদেশে সফরে আসছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও ইউএনওপিএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর



ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জাতিসংঘের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি-জেনারেল ক্রিস্টিন ড্যামকজার ১১ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অফিসিয়াল সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসবেন।

বাংলাদেশ সরকার ও ইউএনওপিএসের মধ্যে বিদ্যমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা এবং জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করাই এই সফরের মূল উদ্দেশ্য।

জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল এবং ইউএনওপিএস-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, এবং উন্নয়ন সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে ইউএনওপিএস-এর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ উদ্যোগগুলো নিয়ে আলোচনা হবে। ইউএনওপিএস-এর সাথে বাংলাদেশের যে সব খাতে ইতোমধ্যেই সফল সহযোগিতা চলছে, সেই সেক্টরগুলোকে আরও শক্তিশালী করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 

জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল (এনআইডিসিএইচ) পরিদর্শন করবেন। এটি ইউএনওপিএস কর্তৃক বাস্তবায়িত পিএসএ অক্সিজেন প্ল্যান্ট প্রকল্প থেকে উপকৃত ২৯টি হাসপাতালের একটি। বর্তমান সময়ে বাংলাদেশে বাস্তবায়িত সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা সহায়তা প্রকল্পগুলোর মধ্যে এই উদ্যোগটি উল্লেখযোগ্য। পরিদর্শনকালে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এই প্রকল্প দেশের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে, যা চিকিৎসা সেবার মান উন্নত করতে এবং স্বাস্থ্যসেবার আওতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইউএনওপিএস বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় অঞ্চলে বাস্তুচ্যুত হওয়া মানুষের সহায়তায় "ইইউ-ইউএনওপিএস লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটি" প্রকল্প পরিচালনা করছে। ইউএনওপিএস, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে ২০৫ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল দিয়ে বাংলাদেশে ‘স্ট্রেংথেনিং হিউম্যানিটারিয়ান প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স’ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান করেছে। এছাড়া, ইউএনওপিএস পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নে "দক্ষিণ এশিয়ার জন্য প্লাস্টিক মুক্ত নদী ও সমুদ্র" প্রকল্প বাস্তবায়নে ইউএনওপিএস দক্ষিণ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম (এসএসিইপি)-কে কারিগরি ও বাস্তবায়ন সহায়তা প্রদান করছে। 

অন্যদিকে, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহায়তা করার লক্ষ্যে ব্যাপক ক্রয় পরিষেবা সরবরাহ করেছে। এর মাধ্যমে মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধি ও সেবা কার্যক্রমে গতি আনয়ন সম্ভব হয়েছে।