তসলিমা নাসরিনের বই বিক্রির ঘটনায় নিন্দা জানাল বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিতর্কিত বই ‘স্রস্টার মৃত্যু’ বিক্রিকে কেন্দ্র আজ সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় সব্যসাচী নামের একটি স্টল বন্ধ করে দেওয়া হয়েছে। তৌহিদী জনতা বইটি নিষিদ্ধ, প্রকাশকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ কন্ট্রোল রুম ঘেরাও করে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ স্টলের কর্মচারীকে ধরে কন্ট্রোল রুমে নিয়ে আসে।
বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে আমরা এর নিন্দা জানাচ্ছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বইমেলাকে অকার্যকর করার জন্য একটি চক্র সর্বদাই সক্রিয়। তাদের পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ এটি। আমরা বইটি নিষিদ্ধ করার দাবি জানাই। তবে কোনো স্টল বন্ধ করার পক্ষে আমরা না। আমরা বাংলা একাডেমিকে এ ব্যাপারে সঠিক দায়িত্ব পালন করবে বলে আশা করছি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?