তসলিমা নাসরিনের বই বিক্রি, জানতে চাওয়ায় দর্শনার্থীদের ‘জঙ্গী’ আখ্যা
বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছিল বইমেলার ‘সব্যসাচী’ নামের একটি স্টলে। বিষয়টি জানতে গেলে দর্শনার্থীদের জঙ্গী আখ্যা দিয়ে জয় বাংলা স্লোগান দেন স্টলে থাকা শতাব্দী ভব। এতে করে সেখানে হট্টগোল শুরু হয়।
আজ সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ স্টলে এ ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। শতাব্দী ভব নামের ওই ব্যক্তিকে কন্ট্রোল রুমে নিয়ে গেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন দর্শনার্থীরা। এ সময় সেখানে বসা ছিলেন শতাব্দী ভব। তসলিমা নাসরিনের বই বিক্রির কারণ জানতে চাইলে দর্শনার্থীদের তিনি জঙ্গী আখ্যা দিয়ে হাত উঁচিয়ে জয় বাংলা স্লোগান দেন। এতে সেখানে হট্টগোল শুরু হয়।
হট্টগোলের সময় ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘স্বৈরাচারের দালালেররা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন দর্শনার্থীরা। তোপের মুখে দর্শনার্থীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন শতাব্দী ভব। পরে স্টলটি বন্ধ করে শতাব্দী ভবকে কন্ট্রোল রুমে নিয়ে যায় পুলিশ।
আরমান নামের এক দর্শনার্থী বলেন, ‘আমরা এখানে এসে দেখতে পেয়েছি সব্যসাচী স্টলে ওপেনে তসলিমা নাসরিনের বই বিক্রি করছে। পরবর্তী সময়ে আমরা কারণ জানতে চাইলে ওই লোক (শতাব্দী ভব) আমাদেরকে জঙ্গী বলে এবং জয় বাংলা স্লোগান দেয়।’
এ বিষয়ে রাজধানীর রমনা জোনের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘শতাব্দী ভবকে আমরা জিম্মায় নিয়েছি। তার প্রকাশনায় যদি নিষিদ্ধ বই থাকে তাহলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ততক্ষণ পর্যন্ত তার স্টল বন্ধ থাকবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার